Jodi tor dak shune keu na ashe tobe ekla cholo re

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥ যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়— তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে॥ যদি সবাই ফিরে যায়, ওরে ওরে… Continue reading Jodi tor dak shune keu na ashe tobe ekla cholo re

sonai hay hayre

কেহ লইলো আতর লোবান কেহ লইলো জল কেহ লইলো বরই পাতা কেহ লইলো পরীরে সোনাই হায় হায়রে সোনাই হায় হায়রে ।। ফুল কান্দে পাখি কান্দে কান্দে গাঙের পাড় কান্দিয়া কান্দিয়া সোনাই হইলো জারে জার ।। বাবায় দিলো কন্যারে কাঁধ শ্বশুর দিলো মাটি বৃষ্টি পড়ে টাপুর টুপুর মাটি ছুঁয়ে খাঁটি সোনাই হায় হায়রে সোনাই হায় হায়রে… Continue reading sonai hay hayre

Age jodi jantam re bondhu

আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ঘর ।। উজানে ভাসাইলাম নাও ভাটি কোথাও নাই আমি আমার ছিলাম নাকি তুমি কোথাও না ।। পীরিতে সাজায়েছি রঙ বাসরে বাঁশি সুরে সুরে সুরমালা ভিতরে ফাঁকি ।। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না… Continue reading Age jodi jantam re bondhu

Nithua Pathare

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই তোল বন্ধু আমার কেহ নাই ।। চিকন ধুতিখানি পড়িতে না জানি না জানি বান্ধিতে কেশ । অল্প বয়সে পীরিতি করিয়া হয়ে গেল জীবনেরও শেষ । প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি না পারি বান্ধিতে সুর ।। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই তোল বন্ধু… Continue reading Nithua Pathare

Jao Pakhi Balo Tare

সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে ।। বুকের ভেতর নোনা ব্যাথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপার একা মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা ।। যাও পাখি যারে উড়ে তারে… Continue reading Jao Pakhi Balo Tare

Amar Sonar Moyna Pakhi

আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইড়া রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি ।। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আঁখি দিবানিশি মন চায়রে বাইন্ধা তরে রাখি রে আমার সোনার ময়না পাখি ।। দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকী শত ফুলের বাসন দিয়ারে অঙে দিছি মাখি রে আমার সোনার… Continue reading Amar Sonar Moyna Pakhi