Jao Pakhi Balo Tare

সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে ।। বুকের ভেতর নোনা ব্যাথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপার একা মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা ।। যাও পাখি যারে উড়ে তারে… Continue reading Jao Pakhi Balo Tare

Amar Sonar Moyna Pakhi

আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইড়া রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি ।। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আঁখি দিবানিশি মন চায়রে বাইন্ধা তরে রাখি রে আমার সোনার ময়না পাখি ।। দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকী শত ফুলের বাসন দিয়ারে অঙে দিছি মাখি রে আমার সোনার… Continue reading Amar Sonar Moyna Pakhi

ore amar ural ponkhi re

ও আমার উড়ল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পরে তোর হইবে মেঘের উপরে বাসা আমার মনে বেজায় কষ্ট সেই কষ্ট ইইল পষ্ট দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা । তোর হইলো মেঘের উপরে বাসা ও আমার উড়ল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা… Continue reading ore amar ural ponkhi re